বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচীতে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

গত ১৬ নভেম্বর বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে পিকেটিংকালে সরকারের পুলিশ বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক দেশের বিভিন্নস্হানে হামলা হয় এবং পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আহবানে সারাদেশে আজ বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরে আজ ১৯ নভেম্বর সন্ধ্যা ৬ টায় নতুনবাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ ( মার্কসবাদী) চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ) এর জেলা আহবায়ক কমরেড শাহজাহান তালুকদার।
এ সময় বক্তারা বলেন, দেশে বাক্ স্বাধীনতা ও গণতন্ত্র নির্বাসনে। মানুষ অর্থনৈতিকভাবে প্রচুর সংকটে রয়েছে। এখন ভাত ও ভোটের লড়াই সমানতালে চলছে। মানুষের এ সময়ের প্রধানতম দাবী হচ্ছে সরকারের পদত্যাগ করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করা। কিন্তু সরকার এসবের তোয়াক্কা না করে একতরফা নির্বাচন চালিয়ে যেতে। এর বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট সারাদেশে গত ১৬ নভেম্বর হরতাল পালন করে। হরতাল চলাকালে শান্তিপূর্ণ পিকেটিংয়ে সারাদেশের বিভিন্ন জেলায় হামলা ও গ্রেফতার করে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অবিলম্বে সরকারের পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রবর্তন করতে হবে।
-প্রেস বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম