চাঁদপুর: বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে চাঁদপুর শহরের বাবুরহাট বিসিকে অবস্থিত আরিয়ান ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষকে ৯ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান, ভ্রাম্যমান আদালতে আরিয়ান ফুড প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে সস পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/