চাঁদপুর: চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান এর নির্বাচনী প্রতিশ্রুতির আরও একটি উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হচ্ছে। চাঁদপুর পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের শহিদ আবুল কালাম সড়কটি আরসিসি পাকাকরণ এর মাধ্যমে রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর চাঁদপুর পৌরসভার অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজের মাধ্যমে উক্ত রাস্তার কাজটি করছেন। ৪৫ লাখ টাকা ব্যায়ে দুই ধাপে এ রাস্তাটি পাকা করন হচ্ছে বলে জানাগেছে।
প্রথম ধাপে বাজারের লোকমান খানের দোকান থেকে বাইতুল গফুর জামে মসজিদ পর্যন্ত ও দ্বিতীয় ধাপে বাইতুল গফুর জামে মসজিদ থেকে মডেল টাউনের মোড় পর্যন্ত মোট ১২ শ ৪৪ ফুট রাস্তা পাকাকরন হয়েছে। এছাড়াও একই সাথে ৬লাখ টাকা ব্যয়ে ১৪৫ ফুট ড্রেনেজ ব্যবস্থার কাজ করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পৌর মেয়র মো. জিল্লুর রহমান উক্ত আরসিসি রাস্তার পাকাকরনের শেষ অংশের কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম আহবায়ক মোঃ হোসেন শেখ, আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী, মোঃ ফারুক মজুমদার, বিজয় কৃষ্ণ পাল, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কমেট, ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক চন্দন দে, সদস্য সচিব মোঃ রুবেল খান, ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আমিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মাল, মৈশাদি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রিয়াজ উদ্দিন বেপারী রাজু, অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ লোকমান হাজরা প্রমুখ।
ওয়ার্ডের স্ট্রীট লাইট এর জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই এ কাজটি চলমান থাকবে বলে জানান কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন।
ফম/এমএমএ/