চাঁদপুর: চাঁদপুর শহরতলীর বাবুরহাটে আবারো সেই সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় যুবনেতা হান্নান ঢালীসহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানাগেছে, বাবুরহাট মডেল টাউন এলাকায়জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ হান্নান ঢালী ক্রয়সূত্রে ১৮ শতাংশ জমির মালিক। ওই সম্পওি ক্রয় করে তিনি সেখানে বসত করে আসছেন। কিন্তু স্থানীয় একটি চিহ্নিত ও প্রভাবশালী সংঘবদ্ধ চক্র জাল দলিলের মাধ্যমে সম্পওির মিথ্যা মালিকানা দাবি করে আসছে।
শুধু তাই নয়, বিগত কয়েকবার রাতের আঁধারে উক্ত এলাকার ঐ চিহ্নিত ও প্রভাবশালী সংঘবদ্ধ চক্র চেষ্টা করেও উক্ত সম্পত্তি দখল করতে পারেনি।
অভিযোগে আরো জানাগেছে, বিগত দিনের ন্যায় ১৩ ডিসেম্বর সকালে এই গ্রুপের নেতা সোলায়মান শেখ (৪৫) পিতামৃত – সামছুল শেখ, সাং শিলন্দিয়া, আলমগীর পাটোয়ারী (৪২) পিতা- সিরাজ পাটোয়ারী, মোবারক হোসেন পিতা- মজিদ পালোয়ান, মামুন পালোয়ান পিতা-মুন্নাফ পালোয়ান ও মাসুদ পালোয়ান পিতা ঐ সহ আরো বেশকিছু যুবকসহ দেশীয় শস্ত্র নিয়ে ওই সম্পওি দখল করতে গেলে সম্পওির মালিক হান্নান ঢালী বাধা প্রদান করেন। তখন দেশীয় অস্ত্র দিয়ে হান্নান ঢালী কে কুপিয়ে আহত করে তারা। এসময় উক্ত বসতঘরে থাকা হান্নান ঢালীর চাচাতো ভাই শাহাদাত ঢালী ও সায়েমকে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করেন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমানে যুবনেতা হান্নান ঢালীসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই ফারুকের সাথে কথা হলে তিনি বলেন, এ হামলার বিষয়ে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত হান্নান ঢালীর পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
ফম/এমএমএ/