বানরের স্বভাব

পেছনে কলকব্জা নাড়ে যে কাপুরুষ সে,
সামনে আসে না থাকে সর্বদা ভদ্র বেশে।
হয়তো নারী হয়তো পুরুষ নেই হুঁশ,
মানুষকে শুধু বিপদে ফেলে অমানুষ।
অন্দরমহলে থাকে অন্ধকারে বসতি,
সে আলো গিলে খায় আঁধারের পতি।
কাজে বাধা পদে পদে আটকায় কি চায়,
জিলাপির প্যাঁচে নিয়মনীতি গিলে খায়।
রাক্ষুসে মাছ আতংক অন্য মাছের জন্য,
তেমনি অমানুষ হিংস্র প্রাণীর মতো বন্য।
অমাবস্যায় খসে পড়া এক বানর,
অন্যের কাঁধে চড়ে লাফায় খাটায় জোর।
কলকব্জা নেড়ে থাকতে চায় চির সুখে,
গহীন অমাবস্যার বাস ওর বুকে।
ওর কর্মকান্ডে লোকে কালো ব্যাজ পরে,
ও জগৎ কয়লা যায় অপকর্ম করে।
ভয়ংকর কালবৈশাখি রূপ ধরে আসে,
মেতে উঠে জানমালের কঠিন সর্বনাশে।
মানুষের মধ্যে অসৎ এক দানব,
বানরের স্বভাব তার কুকর্মই সব।
কবি মোঃ সালাহ্উদ্দিন হাজরা
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু) চাঁদপুর’ গ্ৰুপ।
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম