বাগাদী কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: রাত পোহলেই পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হবে। ঈদের আগে সবশেষে কোরবানির পশুর হাটে চলছিল বেচাকেনা। চাঁদপুর জেলায় ঈদুল আজহা ধর্মীয় পরিবেশ বজায় রেখে পালনের উদ্দেশ্যে কাজ করছে প্রশাসন  ও আইন শৃঙ্খলা বাহিনী।

তারই ধারাবাহিকতায় বুধবার (২৮ জুন) বিকেলে জেলা প্রশাসক কামরুল হাসান কোরবানির পশুর হাট তদারকি করেছেন।

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে বাগাদী চৌরাস্তা কোরবানির পশুর হাট তিনি পরিদর্শন করেছেন।

এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহ্নাজ, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাটে উপস্থিত ক্রেতাদের সাথে দীর্ঘসময় আলোচনা করেন। তিনি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা সদরে কোরবানি পশুর হাটের মধ্যে বাগাদী চৌরাস্তার হাট অন্যতম। এখানে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ার কারণে বিভিন্ন উপজেলা থেকে ক্রেতাদের সমাগম ঘটে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম