চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নে কমিউনিটি ডায়লগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে বাগাদী ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজীর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসাসের ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার শফিকুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী হযরত আলী, ইলিয়াছ গাজী, রিমা বেগম, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বাগাদী ইউপি সচিব শহীদ আলম পাটওয়ারী, হিসাব সহকারী নুরুন নবী, মহিলা সদস্য পারুল আক্তার, শাহানারা বেগম, আয়শা বেগম, ওয়ার্ড সদস্য মোঃ রিয়াজ উদ্দিন পাটওয়ারী, মোঃ মুনসুর খান, মোঃ ইউসুফ শেখ, মোঃ জাকির হোসেন খান, মোঃ ইলিয়াছ খান, মোঃ ফহলুর রহমান বেপারী, মোঃ মোশারফ হোসেন, মোঃ দুদু গাজী, মোঃ মনির হোসেন গাজী প্রমুখ।
এ সময় বাগাদী ইউনিয়নের রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বক্তরা আলোচনা করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদ একত্রে কাজ করলে দ্রুত সরকারে ভিষন বাস্তবায়ন হবে বলে ব্যাক্তরা আশা ব্যাক্ত করেন।
ফম/এমএমএ/