বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের শীতকালীন পূর্নমিলনী ও বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের শীতকালীন পূর্নমিলনী ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের এসপি মোঃ আবু ইউসুফ।

মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর শীতকালীন পূর্নমিলনী ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের পিবিআই-এ নিয়োজিত সুপারটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মোঃ আবু ইউসুফ।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও বর্তমান কমিটির সভাপতি মোঃ মাইনুদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি এসপি মোঃ আবু ইউসুফ বলেন, যেকোনো সংগঠন করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ। কারণ ঐক্যবদ্ধ না হলে সংগঠন শক্তিশালী হয় না। আপনারা যে বিক্রয় প্রতিনিধিরা এমন একটি সংগঠন করেছেন তা প্রশংসনীয়। আপনাদের কল্যাণেই আমরা হাতের নাগালে যেকোন দ্রব্য পাই। আপনারাই মূলত দোকানে দোকানে গিয়ে পণ্য সামগ্রী পৌছে দেন। আপনারা আমাদের সেবা দিয়ে থাকেন। আমি আপনাদের সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করি। তিনি আরো বলেন, একটি কথা সবসময় খেয়াল রাখবেন, আপনাদের সংগঠন বা সংগঠনের কোন ব্যক্তি দ্বারা যাতে সরকারের কোন কার্যক্রমে বেঘাত না ঘটে। দেশ ও জাতির ক্ষতি হবে এমন কিছু যাতে না হয়। তাহলেই আপনারা আপনাদের লক্ষ্যে পৌছাতে পারবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের ২নং সদস্য ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইব্রাহিম শামীম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ জনাব জহুরুল হক রঞ্জু, সহ-সভাপতি ইজাবুল হক জসিম, সহ-সভাপতি জনাব জিয়াউর রহমান হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়রর যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাহাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক পনির হোসেন, গণসংযোগ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া, সহ প্রচার সম্পাদক খন্দকার তাজিদুল ইসলাম বিপ্লবী আরো বহু কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পূর্নমিলনী ও সাধারণ আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোঃ আবু ইউসুফ বাংলাদেশ পুলিশের এএসপি থেকে এসপি পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম