বাংলাদেশ বাউল সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০২৩-২৬) নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আবুল সরকার ও মহাসচিব নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম। এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান- বাবু সুনীল কর্মকার, ভাইস চেয়ারম্যান- আলেয়া বেগম, ভাইস চেয়ারম্যান- ফকির আবুল সরকার, ভাইস চেয়ারম্যান-শাহ আলম সরকার, ভাইস চেয়ারম্যান-আক্কাস দেওয়ান, ভাইস চেয়ারম্যান- সালাম সরকার (নেত্রকোনা), যুগ্ম মহাসচিব- বারেক বৈদেশী, যুগ্ম মহাসচিব শাহীন সরকার, যুগ্ম মহাসচিব- তানিয়া দেওয়ান, সাংগঠনিক সম্পাদক- সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক- দীপ্তি সরকার।
কোষাধ্যক্ষ- আলমাস সরকার, মহিলা বিষয়ক সম্পাদক -আকলিমা বেগম, সহঃমহিলা বিষয়ক সম্পাদক – মুক্তা সরকার, সমাজ কল্যান সম্পাদক – মিরাজ দেওয়ান, তথ্য ও প্রচার সম্পাদক -সুজন সরকার, সাংস্কৃতিক সম্পাদক- বাদল সরকার, দপ্তর সম্পাদক- শান্ত সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- শাহীনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক- এ আর জসিম খান, কার্যকরী সদস্য-এম এ হানিফ সরকার, কার্যকরী সদস্য- রুমা সরকার, কার্যকরী সদস্য- লতা দেওয়ান, কার্যকরী সদস্য- শিল্পী সরকার, কার্যকরী সদস্য- পাপেল সরকার।
ফম/এমএমএ/আরাফাত/