বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার মতবিনিময়

চাঁদপুর:  বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই )বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন তরিকত ফেডারেশনের অফিসে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের সাথে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলী হোসাইন চাঁদপুরী বলেন,সামনে নির্বাচন আমরা সরকারের শরীক দল। সব জায়গায় আমাদের লোক আছে।কাজেই নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে হব।তরিকত পন্তিদের জন্য শেখ হাসিনাই একমাত্র  নিরাপদ। কাজেই আমরা ১৪ দলে সাথে ছিলাম  আছি এবং  থাকবো।
বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান চিশতির পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি খাজা জোবায়ের আহমেদ,মূফতি কেফায়েত উল্লাহ,  মোহাম্মদ মুছা মজুমদার রাজাপুরি, মোঃ আবদুর রশিদ, মোঃ যুক্ত মজুমদার, সাংগঠনিক সম্পাদক হাজী ফয়েজ আহমেদ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম মিয়াজী, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য মাওলানা রাকিবুল ইসলাম আল কাদেরী,  মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এরশাদ হোসেন, মোঃ হারুনুর রশিদ, শ্বপন সরকার, মোঃ নজরুল ইসলাম, নুরুল ইসলাম, মোঃ  মাসুদ খান
মোঃ শাহজাহান।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম