চাঁদপুর: চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। আজকে বাংলাদেশের যত উন্নয়ন তা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে এবং দীর্ঘমেয়াদী সরকার হওয়ার কারনেই সম্ভব হয়েছে। তাই সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনা কে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট চাই।
রবিবার (১ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারে সরকারের উন্নয়ন প্রচারের লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে ডা: সাগর এই বক্তব্য রাখেন।
এই সময় তিনি আরো বলেন, দেশের এই উন্নয়ন কারো কারো চোখে পড়ে না, তারা হলো চোখ থাকতে অন্ধ, তারা শুধু মাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। বিএনপির আমলে সারা দেশে একসাথে বোমা হামলা করে আর শেখ হাসিনার আমলে সারা দেশে একসাথে মডেল মসজিদ তৈরি হয় এই হলো তফাত।
তাই জনগণকে ভালো এবং মন্দের বিচার করে ভোট দিতে হবে। মানুষ তার বিবেকের দায় এড়াতে পারেনা, বিবেক খরচ করে ভোট নৌকায় ই ভোট দিবে ইনশাআল্লাহ।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের ঐক্য জোরদার হলে এই আসনটি আবারো শেখ হাসিনা কে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মিন্টু পাটওয়ারী, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ, যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, ১৪ নং ইউনিয়ন যুবলীগের সদস্য ইউসুফ সর্দার রুবেল, আবু ইউসুফ কিরন ১ নং বালিথুবা প: ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, ১১ নং চরদুখিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সুমন, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আশ্রাফ পাটওয়ারী মিঠু, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, ১নং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস, বাসিত হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/
স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন