মতলব (চাঁদপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি সদস্য নির্বাচিত হয়েছেন মতলব পৌরসভার বাইশপুর গ্রামের মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক উপ-সম্পাদক এস. এম. জাবেদ হোসেন লাভলু। আওয়া,ী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গত কয়েকদিন আগে এই উপকমিটি ঘোষণা করেন।
আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এস এম জাবেদ হোসেন লাভলু মতলব ডিগ্রি কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৯ সালে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুধিষ্ঠির ও শওকত আলী বাদল কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মেধাবী এই ছাত্রনেতা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ২০০২-২০০৬ সালে শহিদুল্লাহ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৬-২০১১ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের রিপন-রোটন কমিটির উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬-১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ছিলেন।
এস এম জাবেদ হোসেন লাভলুর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম তফাজ্জল হোসেন সরকার অবিভক্ত মতলব থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং মা মুকসুদা হোসেন কিরণ মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন।
এস এম জাবেদ হোসেন লাভলু বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফম/এমএমএ/