চাঁদপুর: চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুভসংঘের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও প্রভাত ফেরীতে অংশ নেন সংগঠনের সদস্যরা।দিবসটি উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু মুরালের পাদদেশে স্কুল পড়ুয়া প্রায় অর্ধ শতাধিক পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে শুভ সংঘের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আলম চৌধুরী,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এসময় সংগঠনের সভাপতি আরমান চৌধুরী রবিন বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আগামী প্রজন্মকে একুশ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঠিক ইতিহাস জানতে হবে।পৃথিবীতে আমরাই একমাত্র জাতি,যারা মায়ের ভাষার জন্য অকাতরে তাজা প্রান বিসর্জন ও রক্ত ঝরিয়েছে।আমরা এই বিশেষ দিনে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি।তাদের ত্যাগ আর আদর্শকে ধারণ করেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সবাই একসাথে কাজ করতে হবে।মহান ফেব্রুয়ারি উপলক্ষে বসুন্ধরা শুভ সংঘ চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত,সিসিডিএম এর নেতৃবৃন্দরা।
সংগঠনের সদস্য মিঠুন চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আরমান চৌধুরী রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শুভসংঘের সাধারণ সম্পাদক এড বদরুল আলম চৌধুরী,উপদেষ্টা ফারুক আহম্মদ,বিভিয়ান ঘোষ,ইমরান খান,মনজুরুল হাসান প্রমুখ।
আগামী এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর সদর উপজেলা শাখার নব-গঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি প্রণয় মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল,যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল কুমার রায়,সাংগঠনিক সম্পাদক আহত তালুকদার, অর্থ সম্পাদক সাবিয়া নাসির মিম,দপ্তর সম্পাদক শিশির সাহা, প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন কুমার দে,প্রচার সম্পাদক শিরিন আক্তার।
ফম/এমএমএ/