বসন্ত (ছড়া)

_____
রেজাউল করিম রোমেল
বসন্ত-কে স্বাগতম
কোকিলের গান দিয়ে
বনে বনে ফোটে ফুল
মিষ্টি সুবাস নিয়ে।
পুরোনো পাতা ঝরে যায়
গাছে নতুন পাতা আসে,
কবি-রা কবিতা লেখে
প্রকৃতির আনন্দে ভাসে।
———————————————————–
রেজাউল করিম রোমেল।
মোবাইল -০১৭৬০-৮১৩৪৮৪

ফোকাস মোহনা.কম