বসন্তের রুপে সেজেছে আমগাছ

চাঁদপুর: ঋতুরাজ বসন্তের শুরুতে প্রকৃতিতে যেন নানা রঙে আগুন লেগেছে ফাগুনে। শীতের খোলস ছাড়িয়ে নবরূপে সেজেছে বৃক্ষরাজি।

শুষ্ক আবহাওয়ায় চারিদিকে নজর কাড়ছে সবুজের সমাহার। আর সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে সোনালী রঙের আমের মুকুল। এই মুকুলের মৌ- মৌ গন্ধে মুগ্ধ হয়ে উঠেছে চাঁদপুরের শহরতলী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা।

গত কয়েকদিন দেখা গেছে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বাসা-বাড়িতে, রাস্তার পাশে এবং বাগানে রোপণ করা আম গাছগুলোতে ফুটেছে আমের মুকুল। শুধু বাসা-বাড়িতেই নয়, অনেকে বাণিজ্যিকভাবে চাষ করেছেন আম বাগান। এছাড়া অফিস-আদালত কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা আম গাছেও দোলা দিচ্ছে মুকুল।

ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এ বছর আমের মুকুল ফুটেছে খুবই সুন্দরুপে। প্রকৃতির খেয়ালে স্বর্ণালিরূপ ধারণ করেছে আবহমান গ্রামবাংলা। এ উপজেলায় গত বছরের তুলনায় এ বছর প্রতিটি আমগাছে আশানুরূপ মুকুল আসতে শুরু করেছে। স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে এ তথ্য।

৭নং পাইকপাড়া ইউনিয়র সাইফুল ইসলাম নামে ব্যক্তি বলেন, উপজেলার এমন কোন বাড়ি নেই যে, যাদের বাড়িতে আমগাছ নেই। তাই প্রতিটি বাড়িতে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ছে আমের মুকুল। শুধু আমের মুকুলই নয়, কাঁঠাল, লিচু লেবু প্রভৃতি ফলের গাছের ফুলের গন্ধে চারিদিকে সুবাতাস বইছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম