বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ পরিদর্শনে অধ্যাপক ড. হাছানাত আলী

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল মকবুুল আহমেদ ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন নঁওগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী।

রোববার (১০ নভেম্বর) দুপুরে তিনি কলেজ পরিদর্শনে আসনে। এ সময় উপাচার্যকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোশাররফ হোসেন লিটনসহ শিক্ষকরা।

অধ্যাপক মোশাররফ হোসেন জানান, কলেজে হঠাৎ পরিদর্শনে আসেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছোট ভাই ও নঁওগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী। তার এই আগমনে আমি আনন্দিত, উল্লোসিত ও গর্বিত। তার আগমন ধন্য করেছে আমিসহ উপস্থিত কলেজের সকলকে। তার অসাধারণ দিক নির্দেশনামূলক বক্তব্য মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে আমাদের সকলকে।

পরে উপাচার্য সকল শিক্ষকদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম