বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন

হাজীগঞ্জ (চাঁদপুর):  চাঁদপুরের হাজীগঞ্জে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

শনিবার (৪ মার্চ ) সকাল ৯টায় র‌্যালির মাধ্যমে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীতে নবীণ ও প্রবীণদেও পদচারণায় ক্যাম্পাস প্রাঙ্গন সাজে নতুন সাজে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মাহমুদুল হক ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বলাখাল চন্দ্র বান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

বক্তব্য রা্েযখন  উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

অনুষ্ঠান পরিচালনা করেন ও অভিভাবক কমিটির সদস্য রাধা কান্ত রাজু।

৫০ বছর উদযাপন কমিটির আহবায়ক ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য সমীর লাল দত্ত ও শিক্ষকদের পক্ষে আহবায়ক কমিটির প্রধান ছিলেন বেগম নুরে হাছনা।

অনুষ্ঠানে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউড়ি, অভিভাবক সদস্য কামরুল খান, সুভাষ সরকার, রেখা বেগম, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম