
–এস ডি সুব্রত
ছলনার পাশাখেলা কৌশলে সময় ক্ষেপণ
পাক দুরভিসন্ধি আলোচনার প্রস্তাব
আড়ালে সৈন্য সমাবেশ ঘৃন্য নীলনকসা
একটি জাতিকে ধ্বংস করার জঘন্য প্রয়াস ,
মিলনের কারসাজি অন্তরে প্রেতের হাসি
রাতের আঁধারে ঘুমন্ত মানুষের উপর
অতর্কিত আক্রমন গুলি দাউ দাউ আগুন
পঁচিশে মার্চের কালোরাত বর্বরোচিত নিধনযজ্ঞ
পাক হায়েনাদের পৈশাচিকতা,
বারূদের গন্ধে ভারী আকাশ বাতাস
প্রকম্পিত ঢাকা নগরী থামেনি তবুও বাঙালি
জেগেছিল হুংকারে স্বদেশের মুক্তির মানসে
স্বাধীনতার দীপ্ত শপথে হয়েছে বলীয়ান
পিছু হটবার নয় বাঙালি নওজোয়ান
যায় যাবে যাক যত প্রাণ আর রক্ত
একটাই ছিল লক্ষ্য স্বাধীনতার লাল সূর্য।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭৭২২৪৮২২৪ ।