বর্নিল আয়োজনে রঙ খেলা একাডেমির ৩য় বর্ষপূর্তি উদযাপন

ঢাকা: রাজধানী ঢাকায় বর্নিল আয়োজনে রঙ খেলা একাডেমির ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ (আই. ই.আর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদ এর সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।

রঙ খেলা একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি হৃদয় কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৃষা রানী সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদি ঢাকা সাংস্কিতিক জোট এর সভাপতি মানস বোস বাবুরাম, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্য জোট এর সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ, বাংলাদেশ পথনাটক পরিষদ এর কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদ , প্রতিদ্বন্দী ক্লাব এর সাধারণ সম্পাদক শেখর ঘোষ , মেধা বিকাশ কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা ও শিক্ষক  তন্ময় নন্দী সহ আরও অনেক শিল্পীবৃন্দ ।

উপস্থাপকের দায়িত্ব পালন করেন  রঙ খেলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক হৃত্বিক সরকার।

অনুষ্ঠানে রঙ খেলা একাডেমি, মৈত্রী শিশু দল , সরতরঙ্গ আবৃতি ভুবন , জাগতিক সংগীতালয় , সপ্তকলির আসর , সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

বিশেষ সাক্ষাৎকারে সংগঠনের সভাপতি হৃদয় কুমার সাহা গণমাধ্যমকে জানান, যদি তুমি সফল হও তাহলে তোমার ছেড়া জামাটাও ইতিহাস আর যদি ব্যর্থ হও তাহলে তোমার দামি সুট পড়াটাও পরিহাস , আমরা সব সময় আমাদের দেশের সংস্কৃতিকে নিয়ে চর্চা করে চাই একটি সুন্দর, অসাম্প্রাদিয়ক ও সাংস্কৃতিক মনা সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম