কচুয়া (চাঁদপুর): শিক্ষার গুনগত মান উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কচুয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পুরুষের পাশাপাশি নারী শিক্ষা বেড়েছে। বেড়েছে শিক্ষার হার। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ফলে মানুষের আত্ম-বিশ্বাস ও সক্ষমতা বেড়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে আবারও সমর্থন দিয়ে দেশের উন্নয়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক অরুনচন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিন উল্যাহ, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা সহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এডভোকেট আবু ইউসুফ পাটওয়ারী ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,যুবলীগ নেতা আবুল কাশেম,ছাত্রলীগ নেতা রিপন,ফরিদুল ইসলাম প্রমূখ। এসময় প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর ওই এলাকার পনশাহী মাসনীগাছা সড়কের পাকা করণ কাজের শুভ উদ্বোধন করেন।
ফম/এমএমএ/