চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগে নেতৃত্বাধীন সরকারের আমলে সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের আওতায় উল্লেখ্যযোগ্য পরিমাণ সড়ক নির্মাণ হয়েছে। যার কারণে আগের তুলনায় চাঁদপুর জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন নতুন মাত্রা যোগ হয়েছে।
চাঁদপুর সড়ক বিভাগ সূত্রে জানাগেছে, ২০০৮ সাল থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর ৩৬৮.৮৪২ কিলোমিটার সড়ক নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ১ শত ৭৫ কোটি টাকা।
এই সময়ের মধ্যে ১২টি সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২০২.৪০ কোটি টাকা। বর্তমানে জেলায় ৫৬.৫০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে।
এর মধ্যে উল্লেখ্যযোগ্য সেতু হচ্ছে-মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মধ্যে মেঘনা ধনাগোদা নদীর উপরে ‘মতলব সেতু’ নির্মাণ। আঞ্চলিক ও উপজেলা সড়কে কালভার্ট নির্মাণ করা হয়েছে ৮২টি। এতে সরকারের ব্যয় হয়েছে ৯২.১৭ কোটি টাকা।
ফম/এমএমএ/