চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বর্ণচোরা নাট্যগোষ্ঠী চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগঠন। ৫০বছর পার করে এসেছে এ সংগঠনটি। এটি অনেকবড় সফলতা।
সোমবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষে ৬ষ্ঠ দিনে আন্তর্জাতিক নাট্যোৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, বর্তমান প্রেক্ষাপটে মঞ্চ নাটক খুব বেশি প্রয়োজন। নতুন প্রজন্ম এধরণে মঞ্চনাটকের মাধ্যমে সাংস্কৃতিকে পরিবেশে আনা দরকার। পড়াশুনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধূলা ও সাংস্কৃতিক পরিবেশে মনোনিবেশ ঘটাতে হবে। এ প্রজন্মকে আমরা বিপদগামী হতে দিবো না। এ সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ গোটা বিশ্বের জন্যে অভিশাপ। এ অশুভ শক্তি সমাজের, মানবতার, দেশের শত্রু। এদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন এ নতুন প্রজন্ম হোক শোষনমুক্ত হাতিয়ার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তিনি হচ্ছেন মানবতার মা। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন পূরণ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের পর এখন স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
ফম/এমএমএ/