বর্ণিল আয়োজনে চাঁদপুরে বর্ষবরণ উৎসব

চাঁদপুর: করোনা মহামারির কারণে দুই বছর পর সারাদেশের ন্যায় চাঁদপুরেও বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে শহরের মুক্তিযোদ্ধা সড়কে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।

পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকাতিয়া নদী পাড়ে এসে শেষ হয়। সেখানে খুবই মনোরম পরিবেশে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশিত হয়। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এদিকে গত দুই বছরের ঘরবন্দি জীবন থাকায় বাঙালি বিশেষ ভাবে বৈশাখ উদযাপন করছে। ভোরে এই আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে শিশুরা ডাকাতিয়ার পাড়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় মানুষ ভীড় জমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, বাঙালি আমাদের চেতনায়, আমাদের সংস্কৃতি মিশে আছে। বাংলা নববর্ষ আমাদের সার্বজনীন উৎসব। এই উৎসবে আমরা সকল ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে একসাথে অংশগ্রহণ করি। এটা আমাদের চেতনা মননে ও সংস্কৃতিতে আছে। বাঙালির এই দিনে আমরা মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিকসহ নানা কর্মকান্ড উদযাপন করি।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম