মতলব দক্ষিণ (চাঁদপুর): বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৪ ডিসেম্বর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মতলব মুক্ত দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে দীপ্তবাংলা পাদদশে পুষ্পস্তর্বক অর্পণ, বিজয় ভবনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, লোকমান হোসেন বাবুল, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, উপজেলা যুবলীগ নেতা এমরান চৌধুরী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, মুক্তিযোদ্ধার সন্তান জাবেদ সিদ্দিকী।
বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ও কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ বশির উল্লাহ সরকার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোজাম্মেল হোসন ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ মজুমদার।
মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপজেলা আওয়ামী লীগ নেতা পারভেজ চৌধুরী হানিফ, খুকু চৌধুরী, গণেশ ভৌমিক, উপজেলা যুবলীগ নেতা বাদল নন্দী, উত্তম ঘোষ, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/