বর্ণাঢ‌্য আয়োজনে চাঁদপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত

চাঁদপুর:  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী ও প্লা‌টিনাম জয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের আয়োজনে জনসভা, বর্ণাঢ‌্য র‌্যালি ও কেককাটা অনু‌ষ্ঠিত হয়েছে।
র‌বিবার (২৩ জুন) বিকেলে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ‌্যালয় মাঠে  অনু‌ষ্ঠিত জনসভা শেষে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেককাটার মধ‌্যদিয়ে কার্যক্রম শেষ হয়।
জনসভায় সভাপ‌তিত্ব করেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহমেদ। এসময় তি‌নি বলেন, আজকে বঙ্গবন্ধুর কারনে আমরা এক‌টি স্বাধীন দেশ, মান‌চিত্র ও পতাকা পেয়ে‌ছি। বঙ্গবন্ধুর স্ব‌প্নের সোনার বাংলা বি‌র্নিমানে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। দেশ স্বাধীনের পর জা‌তির জনক‌কে হত‌্যার মধ‌্যদি‌য়ে পা‌কিস্থা‌নের দোসর জিয়াউর রহমান ক্ষমতায় এ‌সে  বাংলা‌দে‌শে গণতন্দ্রকে ধ্বংস ক‌রে‌ছে।  জিয়াউর রহমানের পর এরশাদ ও খা‌লেদা জিয়া একইভা‌বে রাষ্ট্র প‌রিচালনা ক‌রে‌ছে। এ‌দে‌শের চি‌হ্নিত অপ শ‌ক্তি আবার মাথাচারা দি‌চ্ছে।
তিনি বলেন, আমরা এ চি‌হ্নিত অপ শ‌ক্তি‌কে রূ‌খে দিব। দেশ যখন শেখ হাস‌নিার নেতৃ‌ত্বে বিশ্ব দরবা‌রে মাথা উচু ক‌রে দাড়া‌চ্ছে ঠিক তখন ষড়যন্ত্রকারীরা দেশ‌কে পি‌ছি‌য়ে দি‌তে ষড়য‌ন্ত্রে লিপ্ত হ‌চ্ছে। বাংল‌াদেশ জ‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দূর্বাবর গ‌তি‌তে এ‌গি‌য়ে যা‌চ্ছে। তাই শেখ হা‌সিনার হাত‌তে শ‌ক্তিশালী কর‌তে আমা‌দের এক ও অ‌ভিন্ন থাক‌তে হ‌বে।
‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলা‌লের প‌রিচালনায় জনসভায় বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রব, স‌ন্তোষ কুমার দাস, যুগ্ম সম্পাদক এড‌ভো‌কেট জ‌হিরুল ইসলাম,  দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক এড‌ভো‌কেট রুহুল আ‌মিন, তথ‌্য ও গ‌বেষণা সম্পাদক  বিনয় ভূষণ মজুমদার, প্রচার সম্পাদক আবু না‌ছের ব্চ্চু পাটওয়ারী,  সাংস্কৃ‌তিক সম্পাদক এড‌ভো‌কেট জ‌সিম উ‌দ্দিন মিঠু, সদস‌্য এড‌ভো‌কেট ব‌দিউজ্জামান কিরন, বিল্লাল হো‌সেন, পৌর আওয়ামী লী‌গের সা‌বেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মা‌ঝি,  ফ‌রিদগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল খা‌য়ের পাটওয়ারী, শাহারা‌স্তি উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি কামরুজ্জামন মিন্টু,  ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যন খা‌জে আহ‌মেদ মজুমদার, মৎস‌্যজীবী লী‌গের সভাপ‌তি আব্দুল মা‌লেক দেওয়ান, জেলা যুব লী‌গের যুগ্ম আহবায়ক সালাউ‌দ্দিন বাবর, জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের যুগ্ম আহবায়ক রে‌বেকা সুলতান বকুল, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার  সভাপ‌তি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও‌হিদুর রহমান, ম‌হিলা শ্রমিক লীগের সভাপ‌তি রেনু বেগম,  বিদ‌্যুৎ শ্রমিক লীগ নেতা ইসমাইল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সহ সভাপ‌তি আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি ইকবাল হো‌সেন লিটন।
আনন্দ র‌্যা‌লি‌তে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, ম‌হিলা আওয়ামী লীগ, স্বেচ্ছা‌সেবক লীগ, শ্রমিক লী‌গের অসংখ‌্য নেতাকর্মী অংশ নেয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম