বন্যার্তদের মাঝে হাজীগঞ্জে ছাত্রদলের ত্রাণ বিতরণ

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর, সর্বতারা, আহম্মদপুর পানি বন্ধী কয়েকটি পরিবারের মাঝে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশক্রমে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক এস এম ফয়সাল, সদস্য সচিব জুয়েল রানা তালুকদারের নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ এ ত্রাণ বিতরণ করেন।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. জহির হোসেনের আহবানে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্থ বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে পাশে দাড়ান ছাত্রদল নেতারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মহসিন কাজী, যুবদল নেতা জামাল মুহুরী, ছাত্রদল নেতা সৌরভ হোসেন, জিসান, ইসমাইল মোল্লা’সহ ছাত্রদল নেতা।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম