বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী  ইউনিয়নে বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ ) বিকালে বন্ধু মহল  ফাউন্ডেশন কার্যালয় থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এপিপি আ্যাডভোকেট  জসিম উদ্দিন মেহেদী হাসান।এসময় তিনি তার বক্তব্যে বলেন এই সংগঠনটি মানুষের কল্যান ও উপকার করার জন্য সৃষ্টি হয়েছে।আমরা প্রত্যাশা করবো  তারা ভালো কাজ  করার মাধ্যমে সামনের দিকে আরো  এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা যে ১০৬ জন পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করে  যাত্রা শুরু করেছি,আগামীতে তার পরিষদ  আরো বাড়বে।সমাজের সকল বিত্তবানদের উচিত এ সমস্ত ভাল কাজকে সাহায্য সহযোগিতা করা। সুন্দর ও ভারসাম্যময় সমাজ প্রতিষ্ঠায় এই সংগঠনটি যুগ যুগ ধরে থাকবেই এই প্রত্যাশা রইলো । আমি যে কোন প্রয়োজনে আপনাদের সাথে থাকবো।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিল সদর থানা বিএনপির সদস্য কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, ইউনিয়ন বিএনপি সহ- সভাপতি তানভীর হাসান মৃধা,৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিউদ্দিন বন্দুকশী  সাফা, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ গাজী,হানিফ গাজী,বন্ধু মহল ফাউন্ডেশন সকল  সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ১০৬ পরিবার ঈদ  সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্ধু মহল ফাউন্ডেশনের সকলের প্রতি।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম