বন্ধু এসএসসি ১৯৯২ ফরিদগঞ্জ ফোরামের কমিটি গঠন

মহসীন আহ্বায়ক, প্রবীর সদস্য সচিব

ফরিদগঞ্জ : স্কুল জীবনের বন্ধুকে এগিয়ে নিতে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্ধু এসএসসি ১৯৯২ ফরিদগঞ্জ ফোরাম এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এক বছর মেয়াদী এই ৩৩সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে মো: মহসীন মোল্লা এবং সদস্য সচিব হিসেবে প্রবীর চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্মআহ্বায়ক: ১। মো: আবু জাফর, ২। ইকবাল হোসেন পাঠান, ৩। আমির হোসেন বেপারী, ৪। রেজাউল করিম মাসুদ, ৫। খালেদ আকবর, ৬। দেলোয়ার হোসেন, ৭। আলমগীর হোসেন, ৮। মাকুসুদুর রহমান (মেটলাইফ), ৯। ওমর ফারক কিরন , ১০। বিল্লাল সরকার, ১১। লিটন দাস।

সম্পাদক মণ্ডলীর সদস্য: মাহমুদ পাটওয়ারী (প্রচার ও অর্থ), মাইনুদ্দিন পাটওয়ারী (প্রকাশনা) ৪। জাহাঙ্গীর হোসেন মাহবুব (দপ্তর), মো: মাকসুদ পাটওয়ারী(ক্রীড়া), সেলিম হোসেন অন্তর(সমাজ কল্যাণ), মোহাম্মদ রসু মিয়া(মিডিয়া সেল), ইউছুপ আলী খান(আপ্যায়ন), ইসরাত জাহান শিল্পী (মহিলা সম্পাদিকা)

সম্মানিত সদস্য: ১। জেড আই জহির, ২। মাহফুজুর রহমান টিপু, ৩। জহিরুল ইসলাম খান (আফ্রিকা), ৪। এস এম কাউছারুল আলম কামরুল, ৫। আ: মান্নান পরান, ৬। হাবিবুর রহমান ফরিদ (যুক্তরাজ্য), ৭। আবু সুফিয়ান বিপ্লব, ৮। মশিউর রহমান রিপন, ৯। ইসমাইল হোসেন ফরিদ, ১০। রেদোয়ান হোসেন মিজি, ১১। মমতাজ উদ্দিন আপলু, ১২। মাসুদ আলম পাটওয়ারী, ১৩। মাহবুবুর রশিদ পাটওয়ারী, ১৪। জাকির হোসেন(কাতার), ১৫। হিল্লোল মজুমদার, ১৬। তছলিম চৌধুরী তাজ, ১৭। খোরশেদ আলম, ১৮। জাকির হোসেন, ১৯। আলমগীর হোসেন সোহেল, ২০। মাহমুদুল হাসান মঞ্জু, ২১। মাসুদ হোসেন , ২২। কামাল হোসেন মিজি, ২৩। সাইফুল ইসলাম পাটওয়ারী, ২৪। আব্দুস সোবহান স্বপন, ২৫। আ: মতিন, ২৬। সফিউল আজম সফি। ২৭। ইঞ্জি. মমতাজ উদ্দিন, ২৮। গোলাম কিবরিয়া বাবু, ২৯। জসিম উদ্দিন (চরকুমিরা), ৩০। তছলিম পাটওয়ারী(বড়ার্লি) ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম