চাঁদপুর: স্কুল ও কলেজ পড়ুয়া বন্ধুদের পক্ষ থেকে পিএসসি সদস্য মাকছুদুর রহমান পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর ) রাতে শহরের ব্যাংক কলোনি এলাকাস্থ অ্যাড: সেলিম আকবরের বাসভবনে বন্ধুদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)র সদস্য ও সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী এদিন বন্ধুদের সাথে স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি সহ আড্ডায় অংশ নেন।
অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড: সেলিম আকবর, মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারী , চাঁদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউর রহমান , প্রিন্সিপাল মুনির চৌধুরী, শংকর আচার্য, সিনিয়র আইনজীবী অ্যাড: গোলাম মোস্তফা , আব্দুল্লাহ ( ব্যাংকার )এ কে এম সলিমুল্লাহ (ব্যবসায়ী )আব্দুল কাদের হাজরা (ব্যাংকার) আবুল বাশার (ব্যাংকার) আবু তাহের মাওলানা (প্রবাসী)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সমাজসেবক সাইফুল ইসলাম সেন্টু, শিক্ষক হাফেজ আহমেদ ও ইন্সুরেন্স কর্মকর্তা সফিউল্লাহ হায়দার।
ফম/এমএমএ/