
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় শহরের বড়স্টেশনে গাড়ি পার্কিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
চাঁদপুর: চাঁদপুর শহরের প্রান কেন্দ্র বড়স্টেশনে গাড়ি পার্কিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়েছেন খোদ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
রবিবার (৯ জুলাই) সকালে চাঁদপুর জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এই দাবী জানান।এসময় তিনি বলেন, বড়স্টেশন শহরের একটি নান্দনিক স্থান। এখানে মানুষ তার পরিবার পরিজন নিয়ে গুরতে যায়।এখানে গাড়ী পার্কিংয়ের নামে টাকা নেওয়া খুবই দুঃখজনক। শহরের বুকে এধরণের চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার। এটি রেলওয়ের সম্পত্তি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি কামরুল হাসান।
ফম/এমএমএ/