বঙ্গমাতা বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেছেন : বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে সুজাতপুর বাজারস্থ ইউনিট আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বক্তব্যে বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন মহিয়ষী নারী। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৎজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেছেন। তার অনুপ্রেরণার কারণেই বঙ্গবন্ধু এগিয়ে চলেছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অন্যতম সহযোগী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। আজকের এই দিনে আমি বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনা করি।

এমএ কুদ্দুস আরও বলেন, ৭১ এর ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা না করতো, তাহলে বেগম ফজিলাতুন নেছা মুজিব বেঁচে যেতেন। আর আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ পেতাম। সেই স্বাধীনতা বিরোধী ঘাতকরা আজো দেশে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। দেশের উন্নয়নে বাধাঁ দিচ্ছে। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আজ আমরা পৌছে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে। তিনি একজন নারী হয়েও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি নারীদের সমান অধিকার নিশ্চিত করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের নারীরা প্রতিষ্ঠিত হচ্ছেন। বাংলাদেশের নারীরা বিশে^র মাঝে বাংলাদেশের সুনাম করছে। বিভিন্ন সেক্টরে আজ নারীদের সফলতা পাচ্ছে।

সভায় আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিক সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম, যুবলীগ নেতা নিপু সরকার সহ দলীয় নেতৃবৃন্দ। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম