বঙ্গবন্ধু সড়কে পানি ও বালুর চাপে বীর মুক্তিযোদ্ধার বাউন্ডারি ওয়ালে ধস

চাঁদপুর: চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে  ভূইয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূইয়ার বাড়ির বাউন্ডারি  ওয়াল প্রতিপক্ষ হাবিবুর রহমান ভূইয়া ও শফিকুর রহমান ভূইয়ার  গোডাউনের  পানি ও বালুর চাপে ধসে পড়ছে।
জানাযায়, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূইয়া প্রায় ৪ বছর পূর্বে তার বাড়ির বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। তারপাশেই তার আপন ভাই হাবিবুর রহমান ভূইয়া ও শফিকুর রহমান ভূইয়া  গোডাউন নির্মাণ করে এবং তার বাউন্ডারি  ওয়াল গেসে ধুল বালু রাখে।  ফলে ভারী বর্ষণে বালু ও পানির চাপে বাউন্ডারি  ওয়াল ধসে পড়ে যায়।
মুক্তিযোদ্ধা  আব্দুল লতিফ ভুইয়া জানান, আমার আপন ভাই হাবিবুর রহমান ও শফিকুর রহমান ভূইয়ার গোডাউনের পানি ও বালুর চাপে আমার বাউন্ডারি  ওয়াল ধসে পড়ে গেছে। এখন আমি যে ছোট ঘরটিতে থাকি সেখানেও বাউন্ডারি  ওয়ালে একাধিক ফাটলে দেখা দিয়েছে।আমি রাতে ঘুমাতে পারিনা  কখন যেন বাউন্ডারি  ওয়াল ধসে আমার গায়ের উপর পড়ে। শুধু এটাই নয় তারা যেকোন বিষয়ে আমার সাথে খারাপ আচরন করে। আমি একজন মুক্তিযোদ্ধা  আমাকে কথায় কথায় রাজাকার বলে।আমি বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
সেখানে কর্মরত এক শ্রমিক জানান,বাউন্ডারি  ওয়ালের পাশে বালু ছিল।ফলে বৃষ্টির পানি ও বালুর চাপে বাউন্ডারি  ওয়াল ধসে পড়ে।
একই বাড়ির খোরশেদ ভূইয়া জানান, বালু ও পানির চাপে ওয়ালটি ধসে যায়।উনি এখানে একা থাকায় ভাইয়েরা উনার সাথে প্রায় খারাপ আচরন করে।
হাবিবুর রহমান ভূইয়া জানান, আমার গোডাউনের  ড্রেনটি সমস্যা হয়েছে । পানির চাপে হোক আর যেভাবে হোক আমি বলেছি ওয়াল করে দিবো।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম