
বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরেনি তাঁকে মেরে ফেলা হয়েছে ! আমারা জাতি হিসেবে কেন এই কথা ভুলে যা-ই ? বিশ্বে আর দু’চারটা জাতীর ন্যায় আমরা যে কতটা নিষ্ঠুরতম জাতি হিসেবে পরিগনিত মানবাধিকার প্রশ্নে তা সহজে অনুমেয়, আমাদের বিগত দিনের কর্ম কান্ডের দিকে তাকালে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, যদি যুক্তির কারণে ধরে নেই বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজারো ত্যাগের বিনিময়ে একটা জাতি কে স্বাধীনতা দেওয়ার জন্য অপরাধ করে অপরাধী এই আমরা যাঁরা স্বাধীনতা মানতে পারি না ! যার ফলশ্রুতিতে আমরা স্বাধীনতার মূর্ত প্রতিক কে হত্যা করেছি এটা না হয় বুঝলাম! কিন্তু শিশু রাসেল কে হত্যা করা হলো কেন ? এ সব হাজারো প্রশ্নের কোন জবাব আছে বলে মনে হয় না !
গত কয়েক দিন বেশ সর গরম নির্বাচন কমিশন গঠন নিয়ে বাহ কি মজার মজার বিষয় শোনা যাচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন নিয়ে, গঠন নিয়ে এই দেশে কত সুশীল সমাজের বিশৃঙ্খল লোকজন এখন চোখে পড়ে, যাঁদের দেখলে লজ্জা হয়, কত বুদ্ধি এদের মাথায়, কত যুক্তি আছে এদের কাছে কি অবাক লাগে এরা কি করে ভুলে গেলে জেনারেল জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের কথা, জেনারেল জিয়াউর রহমান যখন একাধারে তিন তিনটা নির্বাহী ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রেখে হ্যাঁ না ভোটের আয়োজন করে প্রায় ৯৬ শতাংশ ভোট কেটে নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার কাঁধে তুলে নিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলো! বিশ্ব দরবারে নিজেকে নিজে কত জনপ্রিয় মানুষ রুপে পুজোনীয় হলো, তখন কোথায় ছিলো আমাদের এই সকল সুশীল মুরুব্বীরা ? কোথায় ছিলেন সেই দিনকার রাজনৈতিক নেতাকর্মীরা ?
আজ যখন শোনা যায় আওয়ামী লীগ পিছনের ইতিহাসের কথা বলে, দেশ কে কেন পিছনের দিকে নিয়ে যায় ! কি মজার কথা তাই না ? কারণ ওদের বিগত দিনের কর্ম কান্ডের কথা বললে ওদের যতো জ্বালা ধরে, ওদের কথা আজকের প্রজন্ম জেনে যায় তাই এদের যতো যন্ত্রণা। বিএনপি নামক এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা কবে ? কোথা হতে আসলো এই রাজনৈতিক দল ? দেশ ও দশের তরে কি এদের অবধান ? এটা আজকের প্রজন্ম কে জানতে হবে, জানাতে হবে। আজকের বাংলাদেশতো আর তলাবিহীন ঝুড়ি নয় ? আজকের বাংলাদেশতো মঙ্গা কবলিত দেশ মাতৃকা নয় ! এটাই কি বিএনপির যতো জ্বালা ? আজকের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এটাই বিএনপির যতো যন্ত্রণা তাই নয় কি ? বিএনপি কি করে ভুলে যায় ১৫ ফেব্রুয়ারী ৯৬ সালের নির্বাচনের কথা ? কত দিনের পার্লামেন্ট ছিলো সেই দিন কার সংসদ ?
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে যাঁরা দেশ মাতৃকা ফেলো। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কল্যানে যাঁরা আজও আরাম আয়েশ করে রাজনীতি ব্যবসা বানিজ্য করে সুখে শান্তিতে দিনাতিপাত করছে এটাই কি তাঁদের জন্য যথেষ্ট নয় ? আজ যাঁরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বা ভাবছেন তাঁদের পিছনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তবেই কথা বলা দরকার , কোন মানবাধিকারের কথা বলে বিএনপি ? তাদের নেতা জেনারেল জিয়াউর রহমান যখন রাতের অন্ধকারে বীর মুক্তিযোদ্ধা এবং অগণিত সেনা কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে প্রহসনের ট্রাইবুনালের নামে, পরিবার পরিজনের কাছে লাশ পর্যন্ত ফেরত দেয় নাই ! ওদের কাছ থেকে জাতি আজকে মানবাধিকার শিখতে হবে ? কি চমৎকার আমাদের জাতি, কি চমৎকার জাতি হিসেবে আমরা ! তাই নয় কি ? লজ্জা হয় এ সব কথা ভাবতে গেলে —-
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
লেখক: ইকবাল আজিজ শাহীন
সাধারণ সম্পাদক
কচুয়া পৌর আওয়ামী লীগ
কচুয়া চাঁদপুর।