বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট : চাঁদপুর জেলা দল গঠনের লক্ষে সোমবার প্রাথমিক বাছাই

ফাইল ছবি।

চাঁদপুর: সারা বাংলাদেশে একসাথে প্রত্যেকটি জেলাতেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২১। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চাঁদপুর জেলা ফুটবল দল খেলবে সুরমা অঞ্চলে। এই অঞ্চলে অপর দলটি রয়েছে বি-বাড়িয়া জেলা ফুটবল দল।

চাঁদপুর জেলা দল গঠনকল্পে আজ সোমবার প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রম উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোয়ার চৌধুরী, আবুল কাশেম আখন্দ ও শান্ত।

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, বাফুফে থেকেই একই গ্রুপে যে জেলাগুলোর খেলার ফিকশচার করা হয়েছে সেই গ্রুপের দলগুলো স্ব স্ব জেলাতে গিয়ে খেলতে হবে। এই নিয়ম অনুযায়ী ৪ ডিসেম্বর ব্রাক্ষনবাড়িয়া স্টেডিয়ামে খেলতে যাবে চাঁদপুর।

আর ৮ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে খেলতে আসবে ব্রাক্ষনবাড়িয়া জেলা ফুটবল দল। চাঁদপুর জেলা দলের অনুশীলণ শুরু হবে ১  ডিসেম্বর থেকে।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম