বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর শাখার সমাবেশ অব্যহত

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে

চাঁদপুর: প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা, অ্যাম্বুলেন্স যানবাহনে আগুন, আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অবহ্যত রয়েছে।

২৯ অক্টোবর থেকে জেলা জজ আদালত চত্বর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের আয়োজন করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা । শুরু হওয়া এ কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের সভাপতি অ্যাড: আহসান হাবীবের সভাপতিত্বে বুধবার ( ১ নভেম্বর ) শান্তি সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাড: সাইয়েদুল ইসলাম বাবু।

জেলা জজ আদালত চত্বরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম জহির, পিপি অ্যাড: রনজিত কুমার, সিনিয়র আইনজীবী অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ নাছিরউদ্দিন চৌধুরী, অ্যাড: জসিম পাটওয়ারী, অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন, অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির ,অ্যাড: বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ শাহআলম ফরাজী, অ্যাডঃ এম.এ হালিম পাট ওয়ারী, অ্যাডঃ মোঃমোহাম্মদ গোলাম কাউছার শামীম, অ্যাড: মোহাম্মদ হাসান উল্যাহ্, অ্যডঃ ভাস্কর দাস, অ্যাড: আবির , অ্যাডঃ শেখ সাদি সহ অন্যান্য আইনজীবীগন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহসান হাবিব এই প্রতিবেদককে বলেন আমাদের এ কার্যক্রম অবহ্যত থাকবে। সংগঠনের সকল আইনজীবীরা স্বতঃফুতভাবে আমাদের সকল কার্যক্রমে নিয়মিতভাবে অংশ নিচ্ছে।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম