চাঁদপুর: চাঁদপুরের দশম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন মোঃ নুরুল আলম সিদ্দিক।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরে নতুন কর্মস্থলে এসেই প্রথমেই জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে অস্থায়ীভাবে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে (প্রতিকৃতিতে) শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
আরো উপস্থিত ছিলেন-নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) সাকিব হোসেনসহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকগণ।
এরপর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগের আয়োজনে পরিচিতি সভায় যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াছমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিমসহ বিচার বিভাগের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটগণ।
এরপরই নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিচার বিভাগের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল ও সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপনের নেতৃত্বে আইনজীবীরা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ বিচার বিভাগের কর্মকতা-কর্মচারীগণ।
ফম/এমএমএ/