চাঁদপুর: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজে স্থাপিত জাতির জনকের ম্যুরালে প্রদীপ প্রজ্জলন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারাবাংলাদেশের মতো চাঁদপুরেও সোমবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক পাকলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সহ সভাপতি জয়রাম রায়, যুগ্ম সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, দপ্তর সম্পাদক গৌতম পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক ব্রজ গোপাল দাস, প্রচার সম্পাদক অভিজিত রায়, সদস্য গোবিন্দ সাহা, প্রীতম সাহা, গৌতম রায় চৌধরী, সদর উপজেলার শাখার সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, পৌর শাখার সভাপতি রিপন সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট ভাষ্কর দাস।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র ঐকের আহবায়ক অপু বিশ্বাস, সদস্য সচিব রুপক রায়, বাপ্পী, শান্ত, দ্বীপ ঘোষ, দ্বীপ চন্দ্র, সদর ছাত্র ঐক্য পরিষদের অমরেশ দত্ত জয়, রোমিও কলেজ কমিটির আহবায়ক কানাই চন্দ্র, সদস্য সচিব শিমুল দে ও শহর কমিটির অভিজিত ঘোষসহ সদস্যরা।
ফম/এমএমএ/