তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরে। আমাদের অনেক মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস শ্রদ্ধা ও ভালবাসার সহিত চাঁদপুর জেলা আওয়ামীলীগ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে। এদেশে স্বাধীনতার বিরোধী চক্ররা এখনো সক্রিয় রয়েছে। জাতির জনক হত্যার মধ্য দিয়ে এদেশ থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২২ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদের মান, অভিমান থাকবেই। তবে দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেনু বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা তাতী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদ প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় সিধান্ত নেয়া হয়- আগামী ১০ জানুয়ারি সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গনে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বিকেলে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হবে। উক্ত সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে সফল করার আহবান জানান।