মতলব উত্তর (চাঁদপুর): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বাউল সমিতির নতুন কমিটি। গত ১১ জুন বাংলাদেশ বাউল সমিতির প্রধান উপদেষ্টা, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে বাউল সমিতির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান আবদুস সোবহান সরকারের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ বাউল সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মহাসচিব আবুল সরকার মহারাজ, ভাইস চেয়ারম্যান ফকির আবুল সরকার, আকলিমা বেগম।
উপস্থিত ছিলেন, সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে তানিয়া দেওয়ান, ঝর্না সোবহান, সেলিম সরকার, আলমাস সরকার, সুজন সরকার, এ আর জসিম খান, লতা দেওয়ান, রফিক সরকার,পাপেল সরকার, শিল্পী সরকার সন্ধানী, লায়লা খান, খোরশেদ জালালী প্রমুখ।
ফম/এমএমএ/