বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা পেয়েছি সোনার বাংলা: নুর হোসেন

হাইমচর (চাঁদপুর): ‘রক্ত যখন দিয়েছি আরো দিবো’ এ শ্লোগানে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। যার মেধা ও সংগ্রামের মাধ্যমে অল্প সময়ের এ দেশ স্বাধীনতা অর্জন করছেন। বিশ্বের কোন ইতিহাসে নেই কোন দেশ বা কোন ভু-খন্ড নয় মাসে যুদ্ধে স্বাধীন হয়েছে।

আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর সরকারী মহাবিদ্যালয় অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ হাফেজ আহমেদ পাটওয়ারী, সাবেক কমান্ডার মোঃ বারেক বকাউল, কৃষি অফিসার দেবব্রত সরকার, হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী ও মুক্তিযোদ্ধা মফিজুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, স্বাধীনতা মহাপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন স্বাধীনতা ডাক না দিত, তাহলে এ দেশ কখনও স্বাধীনতা অর্জন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণে দেশের ভাগ্য রেখা লেখাছিল। আমরা যতদিন বেঁচে থাকবো এ বাংলাদেশ ও বাঙালি জাতি থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম