বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে চাঁদপুর জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।তারা দুপুর ১ ৩০ মিনিটে স্টার আল কায়েদ জুট মিলে কেক কাটে এবং বিকালে সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন  করেন।

এসময় উপস্থিত ছিলো বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা সুফিয়া বেগম, অশেষ কুমার রায়, আব্দুলাহ আল মামুন, মনির আহমেদ, মোঃ সাইফুজ্জামান ও মিতা ঘোষ,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ শাহাজালাল তফাদার, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান হারুন এবং সিবিএ সভাপতি শরীফুল্লাহ প্রমুখ।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম