
চাঁদপুর: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরের বিচারকসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দদেরকে নিয়ে কেক কাটলেন জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।
বৃহস্পাতিবার (১৭ মার্চ) রাতে জেলা জজ আদালতের নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরবর্তীতে চাঁদপুর বিচার বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলাম, যুগ্ম জেলা জজ -১ শাহদেুল করিম, জুডিশিয়াল ম্যাজিষ্্েরটট কামাল হোসেন, কার্তিক চন্দ্র ঘোষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুসহ বিচারবিভাগের বিচারক, আইনজীবী সহ অনন্যরা।
ফম/এমএমএ/চৌইই/