বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা হারিয়েছি আমাদের আস্থার ঠিকানা : বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নে নান্দুরকান্দি সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটি ও হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

নান্দুরকান্দি সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকলাল মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, হিন্দু সম্প্রদায়ের মনোরঞ্জন সরকার, নির্মল সরকার, নারায়ণ সরকার, সুধীর বাবু, রত্না রানী ও শ্যামলী রানী প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে আমরা হারিয়েছি আমাদের আস্থার ঠিকানা। তিনি ছিলেন একজন মহান নেতা। তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আজকের এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী রাজাকাররা এখনো দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করছে। শুধু তাই নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও দেশী বিদেশী ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তা মেনে নিবে না।

এমএ কুদ্দুস বলেন, জাতির পিতার স্মরণে হিন্দু সম্প্রদায় একটি ভালো অনুষ্ঠানের আয়োজন করেছেন। এজন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম