বঙ্গবন্ধুকে নিয়ে বিচিত্র কুমারের দু’টি কবিতা

(১) অগ্নি পুরুষ
-বিচিত্র কুমার
দাদুর মুখে শুনেছি আমি
বঙ্গবন্ধুর স্মৃতিকথা,
অগ্নি পুরুষ ছিলেন তিনি
এ স্বদেশের পিতা।
ঊনিশ’শ একাত্তার শক্রপক্ষ যখন
এ স্বদেশ ছিনিয়ে নিতে চায়,
তখন বাঙলির ঘরেঘরে আগুন জ্বলে
শতশত মা বোন ইজ্জত হারায়।
মুজিব বলে মুক্তকণ্ঠে,দেও রক্ত স্বদেশ সন্তান?
নইলে, শক্রপক্ষ এ ভূখণ্ড দখল নিতে চায়,
কত লোক বুলেট খেয়ে মারা যায়
আয় রে তোরা ছুটে আয়।
স্বদেশ মাতাকে ছিনিয়ে নিতে
নরপশু এসেছিলো যারা,
দেশের বীর ছুঁড়ে ছিল তীর
পরাধীন হয়ে ছিলো তারা।
(২) বঙ্গবন্ধু
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
এই ভূ-খন্ডের নিশ্বাসে প্রশ্বাসে রয়েছো
উজ্জ্বল নক্ষত্র রুপে তুমি বহমান।
তুমি একাত্তরের উত্তাল দৃশ্যপট
তুমি বাঙালি জাতির গৌবর,
তোমার হৃদয়ে লুকিয়ে ছিলো
হাজার ফুলের সৌরভ।
তোমার ডাকে আমরা পেলাম
স্বাধীন একটা দেশ,
স্বর্ণ অক্ষরে তোমার আরেক নাম
সোনার বাংলাদেশ।
নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ

ফোকাস মোহনা.কম