বউ মেলায় মানুষের ঢল

সিরাজগঞ্জের তাড়াশে শতাব্দী প্রাচীন বউ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) উপজেলার নওগাঁ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী বউ মেলায় সকাল থেকে রাত পর্যন্ত হাজারও মানুষের ঢল নামে।

মেলায় আগত নববধ‚ সেলিনা, স্বপ্না, আরজিনা, রুপালি, সাথী গৃহবধ‚ সালমা, ছকিনা, পপি, ইতি বৃদ্ধা মরিয়ম, জরিনা ও ছবুরাসহ আরও অনেকে বলেন, শত বছরের পুরনো রীতি অনুসারে নারীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও গৃহস্থালি সরঞ্জামাদি কেনাকাটার জন্য প্রতিবছর ওরশ শরীফের শেষ দিন এ মেলার আয়োজন করা হয়। মেলা থেকে বিভিন্ন সাজ-গোজের জিনিস ক্রয় করেন তারায়। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এবং নিত্য ব্যবহার্য বটি, বেলনা, পিড়ে, কুলা, ধামা, পাখা, চালনা, পাটি, ঝাড়ুসহ আরও অনেক কিছু কিনে থাকেন সবাই।

মেলায় আসা কিশোরী রত্না খাতুন জানান, প্রতি বছর মেয়ায় এসে এক বছরের জন্য সাজের জন্য জিনিসপত্র কিনে থাকি। কম দামে সুন্দর সুন্দও সাজগোছের জিনিসপত্র পাওয়া যায়।

মেলা কমিটির সুতাওয়াল্লী আবদূল হাই জানান, ওরশের শেষদিন ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন এলাকার গৃহবধূ ও কিশোরীরা মেলায় এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করেন। নিরাপদ পরিবেশ হওয়ায় সকলেই মেলায় এসে স্বাচ্ছন্দবোধ করেন।-খবর বিডি প্রতিদিন।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম