চাঁদপুর: চাঁদপুরে বইপ্রেমী ও পাঠকদের ব্যতিক্রমী সংগঠন বই ছায়ার উদ্যোগে পাঠক, গুনীজন ও বইপ্রেমীদের নিয়ে বন্ধুত্বের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) দুপুর ১২ টায় চাঁদপুর পৌর পাঠাগারের হলরুমে বইছায়ার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।
তিনি বক্তব্যে বলেন, বই মানুষের জীবনের শ্রেষ্ঠ বন্ধু। জীবনকে সুন্দর করতে বই পড়ার কোন বিকল্প নেই। বই মানুষকে নিজেকে জানতে শিখায়। অনেক বড় মানুষ না হতে পারলেও নিজেকে জানার জন্যে হলেও বই পড়তে হয়।বিশ্বে এমন অনেক গুনীজন ছিলো যাদের জীবনকর্ম আমরা বইয়ের মাধ্যমে পেতে পারি। কোন কোন সফল মানুষের দীর্ঘ জীবনের সমস্ত অর্জন, আমরা মাত্র কয়েক ঘন্টায় পড়ে নিতে পারি ও জানতে পারি। সময়ের পরিক্রমায় আমরা খুব সহজেই যে কোন বই হাতের নাগালে পেতে পারি।কিন্তু আমরা যদি সেই বই পড়ে নিজেদের জীবন ও মূল্যবোধ তৈরি করতে না পারি, তাহলে এক সময় আমাদের মনুষ্যত্ব ও জ্ঞান লোপ পাবে। তাই আমাদের সকলের উচিৎ মানুষ হওয়া ও মূল্যেবোধ সৃষ্টি করতে হলেও বই পড়ার অভ্যাস গড়ে তোলা। কারণ বই মানুষ পরম বন্ধু।
বই ছায়ার প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও রকি রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরোগী আরমান চৌধুরী রবিন, গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান হাসান প্রমুখ।
বইয়ের বন্ধুত্বতের উৎসব ২০২৫ এর অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বইছায়ার সাধারণ সম্পাদক কামরুল হাছান, যুগ্ন সাধারণ সম্পাদক নাফিস রহমানসহ বিভিন্ন বইপ্রেমী মানুষ, গুনীজন ও পাঠকরা উৎসবে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/