চাঁদপুর: চাঁদপুরের বিশিষ্ট সমাজ সেবক, পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মরহুম ফয়সাল হায়দার চৌধুরী স্মরণে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ই মার্চ ) বাদ জুম্মা পুরাণবাজার চৌধুরী বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আবু নাসের।
উক্ত দোয়া মাহফিলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সেলিম আকবর, ব্যবসায়ী নকীবুল ইসলাম চৌধুরী, চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম কিশোর, বেগম ইন্ডাস্ট্রিজের হাবিবুর রহমান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টু ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, মরহুমের ছোট ভাই বাহার হায়দার চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরীসহ আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ী এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মরহুমের পরিবারের পক্ষ এই দোয়ার আয়োজন করা হয়।পরে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ফম/এমএমএ/