চাঁদপুর : চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ‘দুর্বার চাঁদপুর’ ক্রিকেট দল।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। এতে ‘দুর্দান্ত চাঁদপুর’ দলকে হারিয়ে ২০২৪-এ টুর্নামেন্টে শিরোপা জিতলো ‘দুর্বার চাঁদপুর’ দল।
ফাইনালে টসে জয় লাভ করে দুর্বার চাঁদপুরের দলটি ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দুর্দান্ত চাঁদপুরকে। দুর্দান্ত চাঁদপুর নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১শ’ ৪৬ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে ইমন সর্বোচ্চ ৬০ রান করেন। দুর্বার চাঁদপুর দলটি ১শ’ ৪৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ১৩ ওভার ২ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। দলের পক্ষে ব্যাট হাতে সাইফ সোহাগ অপরাজিত ৭১ রান করেন।
এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যন জাহিদ, সেরা বোলার সবুজ কাজী, সেরা ফিল্ডার মহসিন পাটওয়ারী, সেরা ক্যাচমেন সুবল দাস এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাইফ সোহাগ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরির খেলোয়াড় সহ চ্যাম্পিয়ন ও রানার দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, ফয়সাল গাজী বাহার, শেখ মন্জুরুল কাদের সোহেল, হাসান আল রিফাই, জুলফিকার আলী ভুট্টো, কামরুল ইসলাম, রকিবুল হাসান, তোফায়েল কাজী সবুজ, হানিফুর রহমান, রাসেল পাটওয়ারীসহ সাবেক ক্রিকেটার ও অংশ নেওয়া দলের খেলোয়াড়রা।
গত ৮ নভেম্বর সকাল ৭টায় ৪ টি দল নিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো ছিলো- দুর্দান্ত চাঁদপুর, দুর্বার চাঁদপুর, দুরন্ত চাঁদপুর ও দুর্নিবার চাঁদপুর। লীগ পদ্ধতিতে গত শুক্রবার ও শনিবার প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের খেলা গুলো অনুষ্ঠিত হয় ।
ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার কামরুল ইসলাম এবং আয়োজক তোফায়েল কাজী সবুজ ও রকিবুল হাসান, চিকিৎসক হানিফুর রহমান, সোহাগ খান, কেশওয়ার পারভেজ গনমাধ্যমকে বলেন, আমরা চাঁদপুর স্টেডিয়ামসহ জেলার সদরের বিভিন্ন স্থানে প্রতি শুক্রবারে সাবেক ক্রিকেটাররা ক্রিকেট খেলার জন্য সকালে মিলিত হন। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এধরণের টুর্নামেন্ট সবসময় চলমান থাকবে বলে আশা করছি।
ফম/এমএমএ/চৌইই/