
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর খাগুরিয়া শাহী জামে মসজিদ ও চান্দ্রাকান্দি গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল চলে।
উত্তর খাগুরিয়া ও চান্দ্রাকান্দি গ্রামে আয়োজিত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ আলমগীর সরকার। খাগুরিয়া মাহফিলে সভাপতিত্ব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মুফতী মুহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী।
চান্দ্রাকান্দি মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিয়াজ প্রধান। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতী শহিদুল্লাহ বাহাদুর।
বক্তব্যে উপজেলা বিএনপি নেতা মোঃ আলমগীর সরকার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্মীয় ওয়াজ মাহফিল করতে প্রশাসনের অনুমতি লাগতো। ওয়াজ মাহফিল করার নাম নিলেই প্রশাসনের পিছনে দৌড়াতে হতো। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কোন ধর্মীয় অনুষ্ঠানের জন্য অনুমতি লাগে না। এতেই বুঝা যায় আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি।
তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতি করি প্রতিটি ব্যক্তি ফ্যাসিবাদের হাতে হামলা মামলার শিকাড় হয়েছি। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আলেম ওলামারাও হামলা মামলার শিকাড় হয়েছিল। যা আমরা মেনে নিতে পারি না। এ দেশের কোন মানুষ বাকি নেই সবাই ফ্যাসিবাদের হাতে লাঞ্চিত হয়েছে। কেউই বাদ যায়নি।
তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতি করি প্রতিটি ব্যক্তি ফ্যাসিবাদের হাতে হামলা মামলার শিকাড় হয়েছি। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আলেম ওলামারাও হামলা মামলার শিকাড় হয়েছিল। যা আমরা মেনে নিতে পারি না। এ দেশের কোন মানুষ বাকি নেই সবাই ফ্যাসিবাদের হাতে লাঞ্চিত হয়েছে। কেউই বাদ যায়নি।
আলমগীর সরকার বলেন, আগামীতে সকল ফ্যাসিবাদ মুক্ত সরকার গঠন করতে হবে। যাতে করে কেউ ফ্যাসিস্ট হতে না পারে আর জনগণকে সাথে নিয়ে দেশ উন্নয়নে কাজ করে। তিনি উপস্থিত মুসল্লীগনকে নিজেদের সন্তানেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি খেয়াল রাখার জন্য অনুরোধ করেন।
ফম/এমএমএ/