ফের কী নেত্রী হতে চান মৌসুমী? এমন গুঞ্জন এখন চলচ্চিত্র পাড়ায়। এ অভিনেত্রীকে ঘিরে এমন গুঞ্জনের কারণ হচ্ছে- চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচন।
নির্বাচনে আবার লড়বেন বলে মৌসুমীর নামও শোনা যাচ্ছে। বিষয়টি এখনো খোলাসা করেননি এ নায়িকা।
এদিকে চিত্রনায়ক ওমর সানীর চাওয়া মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হোক।
তিনি বলেন, মৌসুমী কি সিদ্ধান্ত নিয়েছে তা আমার জানা নেই। আমার চাওয়া মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হোক।
ফম/এমএমএ/